হাফিজুর রহমান হাফিজ ।
পাবনার ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। শনিবার সকালে পাকশী জেলে পল্লীর অসহায় ৯০টি জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। জেলে পরিবারের কয়েকজন সদস্য বলেন, আমরা ত্রিশ বছর পর সরকারি ভাবে শীত নিবারনের জন্য কম্বল পেয়েছি।
এর আগে আমাদের কথা কেউ মনে রাখেনি। আমরা অত্যান্ত আনন্দিত। অপরদিকে সকাল ১১ টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রামে ২৩০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় এবং ১২.৩০ টায় একই ইউনিয়নের মারমী আদিবাসী পল্লীর ৯১ টি মালপাহাড়ী সম্প্রদায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মোট ৪১১ পরিবারের মাঝে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
এসকল পরিবারের মাঝে কম্বল বিতরন কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম শিমুল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অব্যাহত রয়েছে। পাকশী জেলে পল্লীতে ৩০বছর পর এই প্রথম কম্বল পেয়েছে, তারা কম্বল পেয়ে খুব খুশি জেলেরা।