

২৯ শে মে বৃহস্পতিবার, ঠিক দুপুর ১২ টায়, রিপন স্ট্রিটের সংযোগস্থলে, শ্রমিক ভবনের সামনে, কলকাতার ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়ন, বিভিন্ন দাবী নিয়ে জমায়েত হন, এবং শ্রমিক ভবনের সামনে থেকে মিছিল করে এস এন ব্যানার্জী রোড ধরে পরিবহন দপ্তর ঘেরাও অভিযান করেন। সি আই টি ইউ এর ডাকে এই কর্মসূচী ও অভিযান, বৃষ্টির ফলে মিছিল শুরু হয় দুপুর দেড়টা নাগাদ, বিভিন্ন পোস্টার লাগিয়ে ওলা উবের গাড়ি সঙ্গে নিয়ে মিছিল করতে, প্রায় ১০০ থেকে দেড়শ ওলা উবের cab এর ড্রাইভার অংশ নেন এবং পায়ে পা মেলান। বিভিন্ন দাবী নিয়ে স্লোগান দিতে থাকেন, পুলিসি জুলুম অবিলম্বে বন্ধ করার হুমকি দেন। তবে জানান আমরা শুধু আজ অভিযান করছি। যদি আমাদের দাবিগুলির না মেটায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবো এবং আমরা গাড়ি চালানো বন্ধ করে দেবো। আমাদের দাবী…… ড্রাইভার মারা কালা ট্রাফিক আইন অবিলম্বে বাতিল করতে হবে। পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে, গরিব ড্রাইভার এর কাছ থেকে তোলাবাজি করা চলবে না। VLTD র কার্যকারিতা কি? অবিলম্বে ইনস্টলেশন ও রিচার্জের টাকা কমাতে হবে। লোক আদালত বন্ধ করা চলবে না। ক্যাব কোম্পানিগুলোর অতিরিক্ত কমিশন কাটা বন্ধ করতে হবে। প্রতিটি ড্রাইভার এর একটা সম্মানজনক রোজকারের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ভাড়ার পুনর্বিন্যাস ঘটাতে হবে। দুই ও চাকার বাইক ট্যাক্সিতে হলুদ নম্বরের প্লেট দেওয়া দ্রুত শেষ করতে হবে । চার চাকার গাড়িকে কিলোমিটার পিছু পঁচিশ টাকা ভাড়া দিতে হবে। মা ব্রীজে গাড়ি ব্রেক ডাউন হলে, কোন রকম ফাইন করা চলবেনা। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। ৫ লক্ষ টাকার মেডিক্যাল ইন্সুরেন্স ও দশ লক্ষ টাকার টাম ইন্সুরেন্স দিতে হবে। অবিলম্বে এক ক্যাবের ভাড়া বৃদ্ধি করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই দাবীগুলি পূরণ করতে হবে , যদি পূরণ না করেন, তারা পুনরায় আরো জোরদার আন্দোলনের পথে নামবেন বলে জানিয়ে দিলেন। তাহারা বলেন চাকরি চুরি , পুলিশি জুলুম আর চলবেনা। রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ