![](https://khonikbangla.com/wp-content/uploads/2024/12/VP_1649239054.jpg)
![](https://khonikbangla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।