চাঁদাবাজির পথে হাঁটলে কঠোর শাস্তি পেতে হবে – হাসনাত আবদুল্লাহ - দৈনিক ক্ষণিক বাংলা

চাঁদাবাজির পথে হাঁটলে কঠোর শাস্তি পেতে হবে – হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন, “দেশ সঠিকভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দোহাই দেওয়ার জন্য নয়, পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। সিন্ডিকেট বা চাঁদাবাজদের হাত বদল করলেই হবে না। এখন যে হাত চাঁদাবাজি করবে, সেই হাত ভেঙে দেওয়া হবে।”

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “১৫ জানুয়ারির মধ্যে জুলাই রেভ্যুলেশন ঘোষণার দাবি জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, “৩১ ডিসেম্বরের পর এতদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর এ ধরনের জটিলতা সহ্য করা হবে না।”

সরকারের উদাসীনতার সমালোচনা

হাসনাত আরও বলেন, “৫ আগস্টের পর আহত ও নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক কর্তব্য ছিল। কিন্তু এ বিষয়ে এখনো সরকার উদাসীন।”

কুমিল্লার জনগণের ভূয়সী প্রশংসা করে হাসনাত বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আওয়াজ তুলেছে। ফ্যাসিবাদের পতনে কুমিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুমিল্লা সবসময় মুক্তিকামী জনগণের প্রতিধ্বনি জাগিয়েছে। এখান থেকেই এ আন্দোলন চলমান থাকবে।”

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আরো সংবাদ

    আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। আজ ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন…

    Read more

    বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

     ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights