ডেভেলপারস ফোরাম উত্তরা (DFU) নির্বাচনে ইব্রাহিম -মোবারক পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ - দৈনিক ক্ষণিক বাংলা

ডেভেলপারস ফোরাম উত্তরা (DFU) নির্বাচনে ইব্রাহিম -মোবারক পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ

স্টাফ রিপোর্টারঃ

দেশের ঐতিহ্যবাহী সংগঠন “ডেভেলপারস ফোরাম উত্তরা (DFU)” পরিকল্পিত সবুজ নগরায়ন ও বাসযোগ্য আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসন খাতের দায়িত্বশীল সদস্যদের নিয়ে দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নেতৃত্বের গতিশীলতার জন্য ১৭ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ অর্থবছরের কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন আয়োজন করে সংগঠনটি।

আবাসন শিল্পের প্রধান সংগঠন রিহ্যাব (REHAB) এর পরিচালক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী এ এফ এম ওবায়দুল্লাহ কে প্রধান নির্বাচন কমিশনার ও সেলিনা আক্তার লাকি, মমিন উল্লাহ বেগকে নিয়ে নির্বাচন বোর্ড গঠন করা হয়, পাশাপাশি আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ আলী নূর ও মেজবাহ উদ্দিন নাঈম।

নিয়ম তান্ত্রিকভাবে ২৮ নভেম্বর ২০২৪ইং এ তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বৃহত্তর উত্তরার ডেভেলপারদের প্রাণের সংগঠন “ডিএফইউ ঐক্য পরিষদ” এর মনোনীত “ইব্রাহিম- মোবারক পরিষদ” বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয় লাভ করে।

ইব্রাহিম -মোবারক পরিষদের সদস্যগণ হলেন মোঃ ইব্রাহিম সরকার (গার্ডেন প্রোপার্টিজ লিঃ) – সভাপতি, মোহাম্মদ মোবারক হোসেন (লিন্নাস ডেভেলপার্স লিঃ)- সাধারণ সম্পাদক, মোঃ রাগীব আহসান (এইচ এল রিয়েল এস্টেট লিঃ) – সিঃ সহ-সভাপতি, মোঃ সাইফুল ইসলাম খান (রাইম রিয়েল এস্টেট এন্ড হাউজিং লিঃ)-সহ-সভাপতি (১ম), মনিরুল ইসলাম (পিনাকী হোল্ডিংস লিঃ) – সহ-সভাপতি (২য়), মোঃ নাসির উদ্দিন মাহমুদ (দিহান শাহ প্রপার্টিজ লিঃ)- সহ-সভাপতি (৩য়), মোঃ শাহ আলম খান (আয়মান হাউজিং লিঃ) – সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ (হ্যামস ভিশন লিঃ) – যুগ্ম সাধারণ সম্পাদক, মু. শফিকুল ইসলাম (ফুলমেলা এসেট এন্ড রিয়েল এস্টেট লিঃ)- অর্থ ও দপ্তর সম্পাদক, মোঃ ওমর খসরু খান (স্পেস টেন লিঃ) – সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহীন আহমেদ (ব্লুস্টোন ডেভেলপমেন্ট লিঃ) – সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল এহসান (কেয়ার ডেভেলপমেন্টস লিঃ)- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মনিরুজ্জামান মুরাদ (ব্লেসিং হোমস লিঃ) – প্রচার ও প্রকাশনা সম্পাদক, খলিলুর রহমান (ডালাস প্রপার্টিজ লিঃ) – নির্বাহী সদস্য, মোঃ আবু তাহের (একতা ল্যান্ডমার্ক লিঃ) – নির্বাহী সদস্য, মোহাম্মদ অহিদ উল্ল্যাহ (মিল্লাত প্রপার্টিজ লিঃ) – নির্বাহী সদস্য, ড. মাসুদুর রহমান (উত্তরা গ্রীণ বিল্ডার্স লিঃ) – নির্বাহী সদস্য

নব-নির্বাচিত কার্য-নির্বাহী পরিষদ এই সংগঠনকে নিয়ে দেশ গঠনে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) ও ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের অংশীদার হবে বলে সকল সদস্যগণের প্রত্যাশা, পাশাপাশি এই সেক্টরের সর্বাঙ্গীন সফলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

  • আরো সংবাদ

    ময়মনসিংহের-তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত মফিজ উদ্দিন তালুকদার

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-তারাকান্দা উপজেলা  বাস্তবায়ন করার দাবীতে রাজপথে সবসময় সোচ্চারে যেসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম অরাজনৈতিক সংগঠন তারাকান্দা উপজেলা প্রেসক্লাব। আর সেই তারাকান্দা…

    Read more

    মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সাবু।  সোমবার…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights