ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব - দৈনিক ক্ষণিক বাংলা

ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব

ঢাকার নদী, খাল এবং জলাধার পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফাহরিনা আহমেদ।

তিনি বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইউএনসিসিডি কপ ১৬’র ফাঁকে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. জেমস ডালটনের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সহায়তা চান।

আজ ঢাকায় প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ড. ফারহিনা আহমেদ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে বলেন, বাংলাদেশের নদীগুলোর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত করার জন্য একটি সমন্বিত নদী স্বাস্থ্য মূল্যায়ন ব্যবস্থার প্রয়োজন।

পরিবেশ সচিব বলেন, এক সময় ঢাকার নগর পানি ব্যবস্থাপনা শহরের প্রাণ ছিল। কিন্তু বর্তমানে এটি দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। এসব জলাধার পুনরুদ্ধার ও টেকসই নগর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে আইইউসিএনের পরিচালক ড. ডালটন বাংলাদেশকে ফ্রেশওয়াটার চ্যালেঞ্জ পার্টনারশিপ প্রোগ্রামে যোগদানের আমন্ত্রণ জানান।

এ কর্মসূচিতে ৪৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩ লাখ কিলোমিটার নদী এবং ৩৫ কোটি হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রাম।

ড. ডালটন বলেন, এই উদ্যোগে অংশগ্রহণ বাংলাদেশের পানি সম্পদ পুনরুদ্ধারের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতিসংঘের ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক (২০২১-২০৩০) বাস্তবায়নে সহায়ক হবে।

এর আগে, টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন ড. ফাহরিনা আহমেদ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমি, পানি ও জীববৈচিত্র্যের সংরক্ষণ কৃষি পরিকল্পনার অংশ হওয়া জরুরি।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. সোহরাব আলী এবং মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী।

  • আরো সংবাদ

    আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। আজ ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন…

    Read more

    বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

     ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights