নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু - দৈনিক ক্ষণিক বাংলা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-নান্দাইলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭মে (শনিবার) সকাল ১১টার দিকে নান্দাইল বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মো. মজনু ফকিরের ছেলে। নিহতের চাচা লিটন ফকির জানান, সকাল বেলা একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। পরে সে তার দোকানে চলে যায়, আমি চলে যাই আমার কাজে। কিছুক্ষণ পর একজন ফোন করে বলে, দোকানে স্বাধীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, মনকে বোঝতে পারছি না। হঠাৎ স্বাধীনের মৃত্যুর দুঃসংবাদ শুনে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো এলাকা শোকের চায়া নেমে এসেছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।

  • আরো সংবাদ

    কুমিল্লা-০৯ আসনের সাবেক সদস্য সদস্য কর্ণেল আজিমের কবর জিয়ারত করলেন বিজিএমইএ’র মহাসচিব ড. রশিদ আহমদ হোসাইনী

    মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ।। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মরহুম কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম (৮০)এর কবর জিয়ারত করলেন বিজিএমইএ’র ফোরাম জোটের মহাসচিব…

    Read more

    নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,গ্রেফতার ২ জন

    নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতাকুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় আবু সাইদ ও সাইদুল নামক কুখ্যাত দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights