বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত - দৈনিক ক্ষণিক বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

জেলার শাহজাহানপুরে আজ ভোর  রাতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শাজাহানপুরের সাজাপুর নামক স্থানে ঢাকা- বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে  ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোহাম্মদ আল-আমিন। জানা গেছে, শনিবার ভোরের দিকে শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ডিউটি টিম।

সেখানে গিয়ে তারা দেখতে পান একটি মরদেহ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। মরদেহ শনাক্ত করার কোন উপায় নেই। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে  শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোঃ আলামিন জানান, মরদেহের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • আরো সংবাদ

    এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন

    গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত…

    Read more

    নান্দাইলে জিয়া মঞ্চের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উত্তর জেলা জিয়া মঞ্চ।জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহ উত্তর জেলা জিয়া মঞ্চের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights