শরীফ আহমেদ মজুমদার,নাঙ্গলকোট(কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের বেকামলিয়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী পিপড্ডা – বেকামলিয়া আলহাজ্ব মোমেনা খাতুন নূরানী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
লাকসামের গ্রীন লাইফ হাসপাতালের সহযোগিতায় মেডিসিন,গাইনী,কাডিওলডি,ও চক্ষু চিকিৎসকগন দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
বিগত দিনে আলোকিত বেকামলিয়া সমাজ কলয়ান পরিষদ বেকামলিয়া জামে মসজিদ পাশে জলাবদ্ধতা রোধে ৫ মিটার ড্রেন নির্মান,বন্যায় ক্ষতিগ্রস্ত ১ কিলোমিটার সড়ক মেরামত,১৫ টি অসহায় পরিবারকে পূনবাসন,বন্যায় ২ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান,ফসলি জমির মাঠে কৃষকরা যাতে পানি সূপীয় পানি পান করতে টিউবওয়েল নির্মাণ,হতদরিদ্র দুই যুবককে অর্থ সহায়তা প্রদান করে বিদেশে প্রেরণ,গত রমজানের ঈদে মসজিদের ইমামসহ ৫০ টি পরিবারকে নগদ অর্থ প্রদানসহ চুরি ডাকাতি রোধে দুই কিলোমিটার সড়কে বাতি লাগিয়ে আলোকিত করা হয়।





























































































