স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রয়ারী) সকালে জেলা সদরের কালিবাড়ি মোড় এলাকা থেকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে।
গ্রেপ্ততারকৃত তাজ উদ্দিন তাজ হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছে। তিনি সিদলা ইউনিয়নের চর-বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।