চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় জসীমউদ্দীন চৌধুরীর নিলয় ৪০ নামের এক সংবাদকর্মীর মারা গেছেন।বুধবার রাত আনুমানিক আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘি ফকির বাজার এলাকায় মোটর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় চট্টগ্রামগামী অজ্ঞাত নামা গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত সংবাদকর্মী উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল খালেক এর। সে এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। সাংবাদিক জসীমউদ্দীন চৌধুরী নিলয় ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নিহতের চাচাতো ভাই ও চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল সুত্রে জানায়, মহাসড়কের ফকির বাজার হয়ে বাড়ি আসার পথে চট্টগ্রামগামী অজ্ঞাত বাস চাপায় মাথায় আঘাত পায় নিলয়। এসময় তাৎক্ষণিক এক সিএনজি চালক তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিয়া বাজার হাইওয়ে ফারের এস আই মাহবুবুর রহমান খাদিম জানান, আমরা খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আসি। লাশের প্রয়োজনীয় সূরতহাল রিপোর্ট শেষে চৌদ্দগ্রামে কর্মরত সংবাদকর্মীদের মধ্যস্থতায় পরিবারের নিকট হস্তান্তর করি।