স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের-নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বাকি ২০ সদস্যর প্যনেল মোজাম্মেল, এনামুল, বিজন পরিষদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে। ২৫ জানুয়ারি যাচাই-বাছাই করে কার্যকরী সভাপতি মো. শফিকুল ইসলাম উজ্জ্বলের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক ফকির ও যুগ্ম কমিশনার মো. আজহারুল ইসলাম ছিদ্দিক জানান মনোনয়নপত্রে অসংখ্য ভুল থাকা ও স্বাক্ষর না থাকায় এ মনোনয়নপত্র বাতিল করা হয়।
ত্রিবার্ষিক নির্বাচনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মনোনয়ন ফরম প্যাকেজটি সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার মো. এনামুল হক ফকির যুগ্ন-কমিশনার আজহারুল ইসলাম খান সিদ্দিক, মো. মাহতাব উদ্দিন, মো. খাদেমুল ইসলাম, মোহাম্মদ আবু সাদেক প্রমুখ।
এ সময় অবস্থিত ছিলেন, প্যানেলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, হারুন অর রশিদ, ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক: হাজী এনামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক: তৌহিদুল ইসলাম সরকার, সহ-সম্পাদক: আব্দুস সালাম সরকার, আব্দুল বারী খান, নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক: বিজন দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক: হাবিবু জামান, প্রচার সম্পাদক: হারুন অর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: হুমায়ুন কবির ভূঁইয়া, ধর্ম সম্পাদক: ইমাম হোসাইন, ক্রীড়া সম্পাদক: আসাদুজ্জামান, সদস্য আব্দুর রশিদ, সদস্য আহমেদ হোসেন, সদস্য শাহজাহান কবির ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্যে: বাদলেস গঠনতন্ত্র মোতাবেক নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ ইং সনের ১৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ জানুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করেন।১৯জানুয়ারি সকাল১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ২১ জানুয়ারি বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ২৫ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে ২০ সদস্যর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
২৭ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার বা বাতিল কৃত প্রার্থী আপিল করতে পারবেন।৩০ জানুয়ারী প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে মোট ৮৯ জন ভোটার রয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক ফকির।