স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের-নান্দাইলে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বর্ণিল সাজে বাঙ্গালির ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ এপ্রিল) সোমবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে: সকাল ৯ টায় জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও শোভাযাত্রা শেষে প্রশাসনের আয়োজিত বৈশাখী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
এ সময় একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায়: বৈশাখী ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠিয়াবারি খেলা, কাবাডি, রশিটানা,হাড়ি ভাঙ্গা, তেলযুক্ত কলাগাছে আরোহন ও বিস্কুট দৌড় খেলাসহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা শেষে, নান্দাইল উপজেলা হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
উক্ত র্যালি ও শোভাযাত্রায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম (পিকুল), উপজেলা জামায়েতের আমির কাজী শামসুদ্দিন, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান, নাসিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন,পহেলা বৈশাখ বাঙ্গালির ঐতিহ্য। এটা বাঙ্গালির মহা উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাধঁ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ।





























































































