তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের-নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি শেষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্যারেড গ্রাউন্ড পরির্দশন শেষে উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। প্রথমে তিনি ব্লাড ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।পরে হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন হলরুমে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা উপহার তুলে দেন নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পাল।এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও মহান শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয় এবং হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে মনোজ্ঞ সাংস্কৃ জজতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ সূধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।