স্টাফ রিপোর্টার:
ঈশ্বরদীতে বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ২০২৫) বিকেলে ঈশ্বরদী আড্ডা খানা ক্যাফে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক উত্তর জনতা’র সম্পাদক শহিদুল ইসলাম ববি সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন’র সম্পাদক এসএম রাজা, ঈশ্বরদী অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি রেজাউল করিম ফেরদৌস, মডেল প্রেসক্লাবের সেক্রেটারি পায়েল হোসেন রিন্টু, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সিনিয়র সহ-সভাপতি হুজ্জাতুল্লাহ হীরা, সহ-সভাপতি শামসুল আলম শাহীন, ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাব সভাপতি বায়েজিদ বোস্তামী, সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রেস ক্লাব লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন, ঈশ্বরদী থানার এস আই আতাউল হক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক লাবলু বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপি, বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি তুহিন হোসেন, দপ্তর সম্পাদক আলিফ হোসেন, সহ দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রচার সম্পাদক শাহিন ইসলাম জয়, চ্যানেল এস এর পাবনা পশ্চিম প্রতিনিধি মো. রাসেল আলী, আনন্দ টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি রাসেল হোসেন সহ দেশের বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি এবং ২০২৪ এর জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণে বিশেষ দো’য়া করা হয়।





























































































