সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান আসাদ। অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি।
বিদ্রোহীদের দাবি- তারা রাজধানী দামেস্কে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখতে পায়নি। ওই সময় দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার ভেঙে ফেলে বিদ্রোহীরা। কারাগারটিতে সিরিয়ার সরকার হাজার হাজারকে বন্দিকে আটক করে রেখেছিল।
এদিকে, সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। রাজধানীর দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকায় আসাদ পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে স্থানীয় যুবক এবং সাবেক বিদ্রোহীরা।
উল্লেখ্য, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কর্তৃক ২৪ বছরের শাসনের অবসান হলো। এছাড়াও আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটলো। পুরো দেশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, নতুন যুগের সূচনা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের। ২০১১ সালে আসাদের বিরুদ্ধে বিক্ষোভের পর শুরু হওয়া গৃহযুদ্ধে গত ১৩ বছরে নিহত তিন লাখের বেশি মানুষ।