মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ক্ষণিক বাংলা

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সাবু। 

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ‘সাংবাদিক সংস্থা, বদলগাছী’র অস্থায়ী কার্যালয়ে মো. শফিউল আলম সাবু লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে জড়িত এবং বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। গত ২৫/০১/২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ১০/১১ ঘটিকায় “দৈনিক সোনালী কন্ঠের” সাংবাদিক মো. সাগর হোসেন তার ফেসবুক ব্যক্তিগত আইডি “দৈনিক গ্রামীণ জনপদ” নিউজ পেজে বদলগাছী উপজেলা কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সাবু এবং সোহেল রানার বিরুদ্ধে ‘জমি আছে ঘর নাই প্রকল্পের শিরোনামে’ নিম্ন বর্ণিত ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তোলেন। কিন্তু দক্ষিণ কেশাইল গ্রামের মো. তছলিম উদ্দিন, পিতা: মৃত নীল চান, মোছা: আখি, স্বামী- তছলিম উদ্দিন, মোছা: বুলু, স্বামী মোঃ আতোয়ার রহমান এদের বক্তব্যে যা উঠে এসেছে এই বক্তব্যের মধ্যে আমার সম্পৃক্ততার কোনও প্রমাণ মিলেনি। এছাড়াও একজন সাংবাদিক কারো বিরুদ্ধে নিউজ করার পূর্বে সেই অভিযুক্ত ব্যক্তির মতামত বা মন্তব্য গ্রহণ করেন। কিন্তু সাংবাদিক সাগর হোসেন আমার কোনও মতামত বা মন্তব্য নেননি। সামাজিক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্লিখিত নিউজটি করেন। যার কোনও ভিত্তি নাই। পরবর্তীতে আমি তার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাসহ তাকে বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়েছি মর্মে ২৬/০১/২০২৫ ইং তারিখে তিনি আরও একটি নিউজ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও বানোয়াট। অথচ কয়েকদিন যাবত তার সাথে আমার দেখা-সাক্ষাত বা কোনও কথাই হয়নি। 

আমি এই ভুয়া সংবাদ এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকমহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বদলগাছী, নওগাঁ। 

মোবাঃ ০১৭৩৬৮৫৯২৫৭,

তাং- ২৭/০১/২০২৫ইং-

(সংশোধনী নিউজ)

  • আরো সংবাদ

    ঐতিহ্যবাহী গাজী ভবন শপিং সেন্টার দোকান মালিক সমিতির অভিষেক

    বাংলাদেশে আমদানিকৃত বিদেশি পণ্যের অন্যতম বৃহৎ মার্কেট রাজধানী ঢাকার নয়া পল্টনস্থ ‘ ‘গাভীভবন শপিং সেন্টার’ দোকান মালিক সমিতির অভিষেক ৫ জুলাই ২০২৫ গাজী ভবন মার্কেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি…

    Read more

    আবদুল হান্নান মজুমদার পেড়িয়া হাইস্কুলের সভাপতি নির্বাচিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর (পুর্ব) সাধারণ সম্পাদক, নাংগলকোট উপজেলার পেড়িয়া বড় বাড়ীর কৃতি সন্তান, মাস্টার শফিকুর রহমানের সু-যোগ্য সন্তান আবদুল হান্নান মজুমদার পেড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights