মোঃ তাজুল ইসলাম মিয়াজী (কুমিল্লা)
কুমিল্লার লাকসামে এ-ই প্রথম ব্লু-ড্রীম গ্রুপের এর ১৩৯১ তম শোরুম ১৮ জানুয়ারী শনিবার দুপুরে লাকসাম বাইপাস চোরাস্তা স্বপ্ন সুপার শপের উপের এজি টাওয়ার উদ্ভোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে টি শার্ট, গেঞ্জি, প্যান্ট সহ সকল পণ্যে ২৫% ছাড় দিচ্ছেন কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, ব্লু-ড্রীম গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা এস কে আতাউর রহমান সহ ব্লু ড্রীমের কর্মকর্তা কর্মচারীরাও , এতে ব্লু-ড্রীম গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা এস কে আতাউর রহমান বলেন, বাংলাদেশের বাহিরেও ৫৩ টি দেশে ব্লু ড্রীম এর শোরুম রয়েছে। ব্লু ড্রীম আইএসও সনদপ্রাপ্ত একমাত্র ব্র্যান্ড পোশাক। ব্লু-ড্রীমের পোশাক আন্তর্জাতিক মানের নিজস্ব ল্যাবে টেষ্ট এর মাধ্যমে গুনগত মান যাচাই করে বাজারজাত করা হয়।
শোরুমের মালিক বলেন, ব্লু-ড্রীম গুনগত মানে ভালো বিধায় আমি এই শোরুম নিয়েছি। এবং উদ্বোধনী উপলক্ষে ২৫ % ছাড় দিচ্ছি।