স্টাফ রিপোর্টারঃ
দেশের ঐতিহ্যবাহী সংগঠন “ডেভেলপারস ফোরাম উত্তরা (DFU)” পরিকল্পিত সবুজ নগরায়ন ও বাসযোগ্য আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসন খাতের দায়িত্বশীল সদস্যদের নিয়ে দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নেতৃত্বের গতিশীলতার জন্য ১৭ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ অর্থবছরের কার্য-নির্বাহী পরিষদ নির্বাচন আয়োজন করে সংগঠনটি।
আবাসন শিল্পের প্রধান সংগঠন রিহ্যাব (REHAB) এর পরিচালক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী এ এফ এম ওবায়দুল্লাহ কে প্রধান নির্বাচন কমিশনার ও সেলিনা আক্তার লাকি, মমিন উল্লাহ বেগকে নিয়ে নির্বাচন বোর্ড গঠন করা হয়, পাশাপাশি আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ আলী নূর ও মেজবাহ উদ্দিন নাঈম।
নিয়ম তান্ত্রিকভাবে ২৮ নভেম্বর ২০২৪ইং এ তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বৃহত্তর উত্তরার ডেভেলপারদের প্রাণের সংগঠন “ডিএফইউ ঐক্য পরিষদ” এর মনোনীত “ইব্রাহিম- মোবারক পরিষদ” বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয় লাভ করে।
ইব্রাহিম -মোবারক পরিষদের সদস্যগণ হলেন মোঃ ইব্রাহিম সরকার (গার্ডেন প্রোপার্টিজ লিঃ) – সভাপতি, মোহাম্মদ মোবারক হোসেন (লিন্নাস ডেভেলপার্স লিঃ)- সাধারণ সম্পাদক, মোঃ রাগীব আহসান (এইচ এল রিয়েল এস্টেট লিঃ) – সিঃ সহ-সভাপতি, মোঃ সাইফুল ইসলাম খান (রাইম রিয়েল এস্টেট এন্ড হাউজিং লিঃ)-সহ-সভাপতি (১ম), মনিরুল ইসলাম (পিনাকী হোল্ডিংস লিঃ) – সহ-সভাপতি (২য়), মোঃ নাসির উদ্দিন মাহমুদ (দিহান শাহ প্রপার্টিজ লিঃ)- সহ-সভাপতি (৩য়), মোঃ শাহ আলম খান (আয়মান হাউজিং লিঃ) – সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ (হ্যামস ভিশন লিঃ) – যুগ্ম সাধারণ সম্পাদক, মু. শফিকুল ইসলাম (ফুলমেলা এসেট এন্ড রিয়েল এস্টেট লিঃ)- অর্থ ও দপ্তর সম্পাদক, মোঃ ওমর খসরু খান (স্পেস টেন লিঃ) – সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহীন আহমেদ (ব্লুস্টোন ডেভেলপমেন্ট লিঃ) – সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল এহসান (কেয়ার ডেভেলপমেন্টস লিঃ)- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মনিরুজ্জামান মুরাদ (ব্লেসিং হোমস লিঃ) – প্রচার ও প্রকাশনা সম্পাদক, খলিলুর রহমান (ডালাস প্রপার্টিজ লিঃ) – নির্বাহী সদস্য, মোঃ আবু তাহের (একতা ল্যান্ডমার্ক লিঃ) – নির্বাহী সদস্য, মোহাম্মদ অহিদ উল্ল্যাহ (মিল্লাত প্রপার্টিজ লিঃ) – নির্বাহী সদস্য, ড. মাসুদুর রহমান (উত্তরা গ্রীণ বিল্ডার্স লিঃ) – নির্বাহী সদস্য
নব-নির্বাচিত কার্য-নির্বাহী পরিষদ এই সংগঠনকে নিয়ে দেশ গঠনে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) ও ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের অংশীদার হবে বলে সকল সদস্যগণের প্রত্যাশা, পাশাপাশি এই সেক্টরের সর্বাঙ্গীন সফলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।