মোঃ আতীক রোজেন ফেনী জেলা প্রতিনিধি।
ফেনী শহরতলী আলোকদিয়া, সহদেবপুর, বিরিঞ্চি, সোনাপুর ও ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া ও বাসিন্দারা এক দশকের ও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও নিয়মিত প্রতিমাসে গ্যাসের বিল পরিশোধ করে আসছেন। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়িতে গ্যাসের রাইজার ও পাইপ সবই বসানো হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ নেই। এর ফলে গৃহিণীদের রান্নার জন্য অতিরিক্ত সিলিন্ডার গ্যাস ব্যবহার করে বাড়তি আর্থিক মাশুল গুনতে হচ্ছে। আবার কেউ কেউ মাটির চুলায় রান্নার সারছেন। ফেনী পৌর সভার কামাল হাজারী রোড বাই লেন ও বায়তুল খায়ের জামে মসজিদ রোড, শিবলু সড়ক এ বসবাসকারী পরিবার পরিজনরা বাখরাবাদ গ্যাস সরবরাহ সংকটে অতিষ্ঠ। সকাল ৭ ঘটিকার সময় হতে লাইনের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, রাত ১০ ঘটিকার আগে পুরাপুরি গ্যাস আসে না। আতিকুল আলম সড়ক ও বায়তুল খায়ের জামে মসজিদ রোড়, শিবলু সড়ক, পঞ্চায়েত কমিটির সভাপতি নুর আহাম্মদ বলেন দীর্ঘ দিন ধরে এলাকাবাসী গ্যাস সংকটে ভুগিতেছে, বৈষম্য বিরোধী বর্তমান সরকারের নিকট এ সমস্যা সমাধানে আমরা এলাকাবাসি আশাবাদী । বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, আমাদের দাবী বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন সংস্কারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের কষ্ট দুর করবেন। বায়তুল খায়ের জামে মসজিদ কমিটির সেক্রেটারী কলিম উল্যাহ বলেন আমরা মাসে মাসে গ্যাস বিল দিতেছি অথচ রান্না করিতেছি সিলিন্ডারে এটা আমাদের প্রতি বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষের অমানবিক আচরণ। মজুমদার ভিলার মালিক আবুল কালাম বলেন আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি চাই। অপরাজিতা ভবনের মালিক জনাব মোহাম্মদ এমরান ভূঞা বলেন, কদলগাজী রোড়, ডাক্তারপাড়া ও বনাণী পাড়াতে সার্বক্ষণিক লাইনের গ্যাস সরবরাহ থাকে অথচ আমাদের মহল্লায় দিনের বেলায় গ্যাস সরবরাহ থাকেনা । এমতাবস্থায়, বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন পূর্বক সার্বিক সংস্কারের মাধ্যমে এলাকাবাসীর প্রাণের দাবী নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে, না হলে প্রিপেইড মিটারের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনোজ কুমার গাইন জানান, পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারার কারণেই এই সংকট তৈরি হয়েছে।





























































































