নিজস্ব প্রতিনিধি:
গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লায় অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য হাফছা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক মিশমা সাগুফতা বুশরা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য ফারজানা সাদিয়া দিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা’র মুখপাত্র ইমপা ফারহা, কুমিল্লা ক্যান্টমেন্ট স্পটে ছাত্র আন্দোলনে অসীম সাহসী ভুমিকা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক ও তরুণ উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ রুবেল, বিশিষ্ট চড়াকার জহিরুল হক দুলাল, মতবিনিময় সভায় ফ্যাসিষ্ট কর্তৃক আহত সাংবাদিক এম.কে নুর আলম, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেলসহ অন্যান্যরা। বক্তরা বলেন- তারুণ্যের বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। পলাতক খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে এনে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। আসুন সকল পেশাজীবি নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, কোন ভাবে যেন নতুন বাংলাদেশে পূর্বের স্বৈরাচার ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ বা আক্রান্ত হয়েছে তাদের পরিবার বা আহত ব্যক্তিরা কোন ভাবে যেন অবহেলিত না হয় সেদিক আমাদে খেয়াল রাখতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে তারুণ্যের হাত দিয়ে নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। দেশের ছাত্র জনতা শিশু হত্যার বিচার এ সরকারকে করতে হবে। পুনঃসংস্কার ছাড়া দেশে কোন প্রকার নির্বাচন নয়।