পাবনা গোয়েন্দা শাখার অভিযানে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার ৩ - দৈনিক ক্ষণিক বাংলা

পাবনা গোয়েন্দা শাখার অভিযানে অস্ত্রসহ  ছাত্রলীগ নেতা গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।বুধবার  দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।আটককৃত হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।ওসি আরো জানান, এ বিষয়ে মামলা দায়ের করে আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করে।

  • আরো সংবাদ

    নান্দাইলে জিয়া মঞ্চের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উত্তর জেলা জিয়া মঞ্চ।জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহ উত্তর জেলা জিয়া মঞ্চের…

    Read more

    প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগদান শেষে চার দিনের সফর শেষ করে আজ দেশের উদ্দেশে যাত্রা করেছেন।  প্রধান উপদেষ্টার উপ…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights