গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-এ পুরস্কৃত হলেন এশিয়ান টিভি’র অনুষ্ঠান প্রযোজক জ্যোতি - দৈনিক ক্ষণিক বাংলা

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-এ পুরস্কৃত হলেন এশিয়ান টিভি’র অনুষ্ঠান প্রযোজক জ্যোতি

নিজস্ব প্রতিনিধি ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে চিত্রনায়িাকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এবং অভিনেতা প্রবীর মিত্রকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

জনপ্রিয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি এবং জমজমাট পারফরমেন্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল। চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের সেরাদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

“গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪” এর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন গনমাধ্যম কর্মী জ্যোতির্ময় মন্ডল।

মিডিয়ায় অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পান জ্যোতির্ময় মন্ডল (জ্যোতি)। অনুভুতি ব্যক্ত করে বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের। তবে এই স্বীকৃতি আরো ভালো কাজ করার একটা তাগিদ যোগায়। অদৃশ্য একটা দায়িত্ববোধ কাজ করে। আশা করি সামনের দিকে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো।

অনুষ্ঠানের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে জ্যোতি বলেন ‘প্রতিটা কাজ থেকে আমি নতুন কিছু শিখি, নতুন অভিজ্ঞতা অর্জন করি।

মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে কাজ করা আমার জন্য একটা ভালো লাগার জায়গা। কারণ দীর্ঘদিন ধরে মিডিয়ায় ক্যামেরার পিছনে অনুষ্ঠান নির্মাতা হিসেবে কাজ করে আসছি। তাই কাজটি আমি খুবই উপভোগ করেছি।

জ্যোতির্ময় মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতোকত্তর সম্পন্ন করে দীর্ঘ ৮ বছর পাঞ্জেরী পাবলিকেশন্স, পপি লাইব্রেরী বিচিত্রা পাবলিকেশন্স, ক্যাপ্টেন পাবলিকেশন্স-এ রাইটার ও এডিটর হিসেবে কাজ করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাত্রা কাজ করা শুরু করেন ২০১৭ সালে। বর্তমানে তিনি এশিয়ান টিভিতে অনুষ্ঠান বিভাগে প্রযোজক হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ।

এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা এবং এটিএন বাংলা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা তাশিক আহমেদ সহ আরো অনেক বিশেষ ব্যাক্তি বর্গ।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং এনটিভি’র পরিচালক নুরূদ্দিন আহমেদকে।

  • আরো সংবাদ

    ময়মনসিংহের-তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত মফিজ উদ্দিন তালুকদার

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-তারাকান্দা উপজেলা  বাস্তবায়ন করার দাবীতে রাজপথে সবসময় সোচ্চারে যেসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম অরাজনৈতিক সংগঠন তারাকান্দা উপজেলা প্রেসক্লাব। আর সেই তারাকান্দা…

    Read more

    মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সাবু।  সোমবার…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights