নাঙ্গলকোটে বাদী ও ভিকটিমের বিরুদ্ধে আসামির স্ত্রীর সাজানো মামলা - দৈনিক ক্ষণিক বাংলা

নাঙ্গলকোটে বাদী ও ভিকটিমের বিরুদ্ধে আসামির স্ত্রীর সাজানো মামলা

 কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ন ভাতুয়া গ্রামে ঘটনাই ঘটেনি বাদিনী তাসলিমা বেগম ও তার ছেলে ভিকটিম ইমন হোসেনের বিরুদ্ধে মামলার ১ নং আসামি লিটনের স্ত্রী রাবেয়া সুলতানা বাদী হয়ে কুমিল্লার আদালতে  একটি সাজানো মামলা দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়,ওই গ্রামের প্রবাসী লিটনের বাড়ীতে বিভিন্ন সময় দিনমজুরের কাজ করে ইমন গত ১১ মে  পাওনা টাকা চাইতে গেলে তাঁকে মধ্যেযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে বেড়ধক মারধর করে মাথার চুল কেটে নোয়াখালীর সেনবাগে পেলে দেয়।এঘটনায় গত ১৮ জুন ইমনের মা বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করলে,আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদীর ঘরে তালা মেরে ঘর থেকে বের করে দেন। এঘটনার তিন মাস পর ১ নং আসামীর স্ত্রী  রাবেয়া সুলতানাকে দিয়ে একটি সাজানো নারী নির্যাতন  মামলা দায়ের করেন। নারায়ন ভাতুয়া গ্রামের বাসিন্দা,মনির আহাম্মদ ফরায়েজী,বাহার অনু মিয়া বলেন,এ ধরনের কোন ঘটনা ওই গ্রামে ঘটেনি মুলত তাসলিমা বেগমের ছেলেকে মারধর করার কারনে তাসলিমা আদালতে মামলা দায়ের করলে,আসামি লিটনের স্ত্রী রাবেয়া বাদী একটি মিথ্যা পাল্টা মামলা দায়ের করেন হয়রানি করার জন্য। এ বিষয়ে মামলার বাদী তাসলিমা বেগম বলেন,আমার ছেলে ইমন কাজের পাওনা টাকা চাইতে গেলে লিটন,রহমত উল্ল্যাহ,মুন্সী, রাজু,এমরানসহ ১০-১২ মিলে গাছের সঙ্গে বেঁধে বেড়ধক মারধর করে,মাথার চুল কেটে নির্যাতন করে অচেতন অবস্থায় নোয়াখালীর সেনবাগে পেলে দেয়,খবর পেয়ে ওখান উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করি।পরে কুমিল্লার আদালতে মামলা করি,এর পর থেকে আসামিরা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিতেছে ঘরে তালা মেরে বাড়ি থেকে আমাদের বের করে দিছে।ওরা আমাদের নামে একটা সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। এঘটনার বিচার চাই।  নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন,দুটি মামলাই তদন্ত চলমান রয়েছে,সঠিক রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে। 

  • আরো সংবাদ

    এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন

    গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত…

    Read more

    নান্দাইলে জিয়া মঞ্চের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উত্তর জেলা জিয়া মঞ্চ।জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহ উত্তর জেলা জিয়া মঞ্চের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights