

মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি৷।।
কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাথেরপেটুয়া সেরাটন হোটেলের দ্বিতীয়তলায় প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি কাজী মাসউদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, আজকের বসুন্ধরা’র প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক আজকের জীবন ও দৈনিক শিরোনামের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম শিমুল, দৈনিক বাংলাদেশের খবর’র প্রতিনিধি কুদরত উল্লাহ, দৈনিক মুক্তখবর’র প্রতিনিধি মোঃ সাকিব, দূর্নীতির সন্ধানের প্রতিনিধি আবুল কালাম, দৈনিক নিরপেক্ষ’র প্রতিনিধি মোঃ মমিন উল্লাহ, মুক্তশব্দ পোর্টালের সম্পাদক মাহফুজুর রহমান আরিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ তখনই সার্থক হবে, যখন আমরা সকলে মিলেমিশে, ভেদাভেদ ভুলে সাংবাদিকদের বৃহত্তর কল্যাণে একযোগে কাজ করতে পারব। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।