নান্দাইলে দলিল লেখক সমিতির নির্বাচনে‌ যাচাই-বাছাইয়ে‌ ১জনের মনোনয়নপত্র বাতিল - দৈনিক ক্ষণিক বাংলা

নান্দাইলে দলিল লেখক সমিতির নির্বাচনে‌ যাচাই-বাছাইয়ে‌ ১জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বাকি ২০ সদস্যর প‌্যনেল মোজাম্মেল, এনামুল, বিজন পরিষদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে। ২৫ জানুয়ারি যাচাই-বাছাই করে কার্যকরী সভাপতি মো. শফিকুল ইসলাম উজ্জ্বলের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক ফকির ও যুগ্ম কমিশনার মো. আজহারুল ইসলাম ছিদ্দিক জানান মনোনয়নপত্রে অসংখ্য ভুল থাকা ও স্বাক্ষর না থাকায় এ মনোনয়নপত্র বাতিল করা হয়।

ত্রিবার্ষিক নির্বাচনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মনোনয়ন ফরম প্যাকেজটি সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার মো. এনামুল হক ফকির যুগ্ন-কমিশনার আজহারুল ইসলাম খান সিদ্দিক, মো. মাহতাব উদ্দিন, মো. খাদেমুল ইসলাম, মোহাম্মদ আবু সাদেক প্রমুখ।

এ সময় অবস্থিত ছিলেন, প্যানেলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, হারুন অর রশিদ, ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক: হাজী এনামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক: তৌহিদুল ইসলাম সরকার, সহ-সম্পাদক: আব্দুস সালাম সরকার, আব্দুল বারী খান, নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক: বিজন দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক: হাবিবু জামান, প্রচার সম্পাদক: হারুন অর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: হুমায়ুন কবির ভূঁইয়া, ধর্ম সম্পাদক: ইমাম হোসাইন, ক্রীড়া সম্পাদক: আসাদুজ্জামান, সদস্য আব্দুর রশিদ, সদস্য আহমেদ হোসেন, সদস্য শাহজাহান কবির ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্যে: বাদলেস গঠনতন্ত্র মোতাবেক নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ ইং সনের ১৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ জানুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করেন।১৯জানুয়ারি সকাল১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ২১ জানুয়ারি বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ২৫ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে ২০ সদস্যর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

২৭ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার বা বাতিল কৃত প্রার্থী আপিল করতে পারবেন।৩০ জানুয়ারী প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে মোট ৮৯ জন ভোটার রয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক ফকির।

  • আরো সংবাদ

    ময়মনসিংহের-তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত মফিজ উদ্দিন তালুকদার

    স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-তারাকান্দা উপজেলা  বাস্তবায়ন করার দাবীতে রাজপথে সবসময় সোচ্চারে যেসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম অরাজনৈতিক সংগঠন তারাকান্দা উপজেলা প্রেসক্লাব। আর সেই তারাকান্দা…

    Read more

    মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সাবু।  সোমবার…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights